ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকার ১৫টি আসনে ২৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
ঢাকার ১৫টি আসনে ২৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকার ১৫টি আসনে (৪-১৮) আসনে মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এর মধ্যে আওয়ামী লীগের একজন, জাতীয় পার্টির (জাপা) ৭ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একজন, জাকের পার্টির ১৩ জন, জাতীয় পার্টির (জেপি) একজন, সাংস্কৃতিক ঐক্যজোটের একজন, ইসলামি ঐক্যজোটের একজন ও স্বতন্ত্র দুইজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রোববার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার পর সেগুনবাগিচায় অবস্থিত বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসব তথ্য জানান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

তিনি বলেন, আমাদের বৈধ প্রার্থীর সংখ্যা ছিল ১৫২। আজকে সারাদিনে নির্ধারিত সময়ের মধ্যে মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এই ২৭ জনকে বাদ দিলে আমাদের এখন মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১২৫ জন।

তিনি আরও বলেন, আগামীকাল থেকে আমাদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। রাজনৈতিক দলের প্রার্থী যারা, তারা তাদের দলীয় প্রতীক পাবেন। স্বতন্ত্র প্রার্থীরা তাদের আবেদন অনুযায়ী পাবেন। কোনো ক্ষেত্রে যদি একই প্রতীক দুইজন প্রার্থী পান তাহলে তাদের মধ্যে লটারি হবে।

যারা মনোনয়নপত্র প্রত্যাহার করলেন তারা হলেন- ঢাকা-৪ আসনে জাকের পার্টির মো. রবিউল ইসলাম; ঢাকা-৫ আসনে জাকের পার্টির মীর আব্দুস সবুর ও স্বতন্ত্র প্রার্থী কাজী মনিরুল ইসলাম; ঢাকা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী ফারহানা সাঈদ, জাকের পার্টির তারিকুল ইসলাম, জাতীয় পার্টির (জাপা) কাজী ফিরোজ রশীদ; ঢাকা-৭ আসনে জাকের পার্টির বিপ্লব চন্দ্র বণিক, জাতীয় পার্টির (জাপা) তারেক আহমেদ আদেল; ঢাকা-৮ আসনে জাকের পার্টির মো. নজরুল ইসলাম লিটন; ঢাকা-৯ আসনে জাকের পার্টির মোহাম্মদ মফিজ উল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নিলাঞ্জনা রিফাত, ইসলামী ঐক্যজোটের মো. লোকমান শেখ; ঢাকা-১০ আসনে জাকের পার্টির মো. হুমায়ুন কবীর; ঢাকা-১১; আসনে জাকের পার্টির মো. মাসুদ রানা; ঢাকা-১২:আসনে জাকের পার্টির হুমায়ুন কবির; ঢাকা-১৩ আসনে জাতীয় পার্টির (জাপা) মোহাম্মদ শফিকুল ইসলাম; ঢাকা-১৪ আসনে জাতীয় পার্টি-জেপি'র শেখ শহীদুল ইসলাম, জাকের পার্টির মো. জাকির হোসেন ও জাতীয় পার্টির মোহাম্মদ শফিকুল ইসলাম; ঢাকা-১৫ আসনে জাকের পার্টির মাইনুল ইসলাম; ঢাকা-১৬ আসনে জাকের পার্টির আমিনুল ইসলাম; ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের ও সালমা ইসলাম, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নাজমুন নাহার এবং জাতীয় সংসদের ১৯১ (ঢাকা-১৮) আসনে জাকের পার্টির মো. শরিফ হোসেন ও আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এসসি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।