ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সেনবাগে নৌকার প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
সেনবাগে নৌকার প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ

নোয়াখালী: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে নৌকার প্রার্থী মোরশেদ আলমের নির্বাচনী অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর খলিফাতোলা এলাকায় এ ঘটনা ঘটে।

কাদরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন জানান, চাঁদপুর খলিফাতোলা এলাকায় নৌকার নির্বাচনী অফিসে বুধবার রাতের কোনো এক সময় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় করে কে বা কারা। আগুনে ওই অফিসের একাংশ পুড়ে গেছে।  

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ