ঢাকা: ভোটার তালিকা চূড়ান্ত করতে মাঠ কর্মকর্তাদের হালনাগাদ তথ্য দিতে নির্দেশ দিল নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী নির্দেশনাটি পাঠিয়েছেন।
সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, জেলাভিত্তিক ভোটার তালিকার তথ্য বুধবারের (২৮ ফেব্রুয়ারি) মধ্যে পাঠাতে হবে। এক্ষেত্রে নারী, পুরুষ, হিজড়া ও মোট ভোটারের তথ্য দিতে হবে।
আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবসে হালনাগাদ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।
গত ২১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি। এতে ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এরমধ্যে পুরুষ ছয় কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭, নারী পাঁচ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ এবং হিজড়া ভোটার ৯২৪ জন। এদের মধ্যে নতুন করে অন্তর্ভূক্ত হয়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
ইইউডি/আরআইএস