ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জাল ভোট: মুজিবনগরে ৩ জনের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মে ৮, ২০২৪
জাল ভোট: মুজিবনগরে ৩ জনের জেল-জরিমানা

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে জাল ভোট দেওয়ার অভিযোগে দুজনকে জরিমানা ও একজনকে কারাদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ মে) বিকেলে উপজেলার বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম এ দণ্ড দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাবুল শেখ, মাহফুজ ও হৃত্বিক। এদের মধ্যে হৃত্বিককে কারাদণ্ড, বাবুল ও মাহফুজকে জরিমানা করা হয়েছে।  

দণ্ডপ্রাপ্তরা মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম জানান, বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে (২২ নম্বর) জাল ভোট দেওয়ার দায়ে বাবুলকে ১০ হাজার, বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মাহফুজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং হৃত্বিককে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে জাল ভোট দেওয়ার সময় বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে এখনও তাদের নামপরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।