ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

নির্বাচন ও ইসি

দল নিবন্ধনসহ ৫ এজেন্ডা নিয়ে ইসির সভা বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
দল নিবন্ধনসহ ৫ এজেন্ডা নিয়ে ইসির সভা বৃহস্পতিবার

ঢাকা: রাজনৈতিক দলের নিবন্ধনসহ পাঁচটি এজেন্ডা নিয়ে বৃহস্পতিবার (২০ মার্চ) সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. মাহবুব আলম শাহ্ এরইমধ্যে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।

এতে উল্লেখ করা হয়েছে, আগামী ২০ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।  

সীমানা পুননির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনাবিষয়ক কমিটির সভায় যথাসময়ে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচন পর্যবেক্ষণ দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের জন্য নীতিমালা প্রণয়ন, ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা এবং নির্বাচন আচরণবিধি পরিবীক্ষণ কার্যক্রম।  

ইসি কর্মকর্তারা জানান, সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের জন্য এরইমধ্যে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আইন সংশোধনের পরই কার্যক্রমে হাত দেবে সংস্থাটি।  

এরইমধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে- ভোটার সংখ্যা, ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে সীমানা নির্ধারণ করা হবে। ৬৪ জেলা থেকে চারশর মতো আবেদন এসেছে। এসব আবেদনে অনেকেই ২০০৮ সালের আগের সীমানায় ফিরে যেতে চান।

এদিকে রাজনৈতিক দল নিবন্ধনের কার্যক্রম এরইমধ্যে শুরু করেছে সংস্থাটি। আগামী ২০ এপ্রিল সময় বেঁধে দিয়ে আবেদন আহ্বান করা হয়েছে।

এ ছাড়া পর্যবেক্ষক নীতিমালাও সংশোধনের কথা ভাবছে ইসি। এক্ষেত্রে মূল্যায়নে না টিকলে অনেক পর্যবেক্ষকের নিবন্ধন বাতিল করা হতে পারে। আবার ভোটকেন্দ্রের নীতিমালা এবং নির্বাচন আচরণবিধি সংশোধনের কথাও ভাবছে ইসি।

আগামী ডিসেম্বরে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। সেজন্য সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।