ঢাকা: বাংলাদেশ ইলেকশন সার্ভিস কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত কমিটি গঠন করেছে সংস্থাটি।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব একেএম আলী নেওয়াজ।
তিনি বলেন, পৃথক সার্ভিস কমিশন গঠনের জন্য একটি কমিটি গঠন হয়েছে। সেই কমিটি কাজ শুরু করেছে।
নির্বাচনি সংস্কার কমিশনসহ বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে প্রশাসনের প্রভাব কমাতে নির্বাচন কমিশনের কর্মকর্তা নিয়োগে পৃথক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে। সে সকল প্রস্তাবের আলোকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
ইসির অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত সাত সদস্যের কমিটিকে এরই মধ্যে আইন কানুন পর্যালোচনা করে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ইসি। এক্ষেত্রে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে কমিটিকে।
বর্তমানে জনবল পূরণে পিএসসির (পাবলিক সার্ভিস কমিশন) সহায়তা নিয়ে থাকে। এক্ষেত্রে ইসি কর্মকর্তারা পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হতে পারলেও সচিব আসে সরকার থেকে। এছাড়া অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবের ফাঁকা পদগুলোও সরকার থেকে নিয়োগ দেওয়া হয়। আবার আইন শাখার কর্মকর্তাদের প্রেষণে আনা হয় জুডিশিয়াল সার্ভিস থেকে। নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তাসহ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে সরকারের কর্মকর্তারাই। ইসি কর্মকর্তারা কেবল সহায়ক ভূমিকা পালন করে থাকেন।
ফলে তাদের দ্বারা ভোটে হস্তক্ষেপ করার সুযোগ থেকে যায়।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
ইইউডি/এসআইএস