ঢাকা: রাজনৈতিক দলগুলো তহবিল সংগ্রহের ক্ষেত্রে একক কোনো উৎস থেকে সর্বোচ্চ ৫০ লাখ অনুদান নিতে পারবে।
সোমবার (১১ আগস্ট) কমিশন সভা শেষে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো ব্যক্তি পর্যায় থেকে ১০ লাখ পর্যন্ত এবং প্রতিষ্ঠান পর্যায়ে ৫০ লাখ পর্যন্ত অনুদান বা ডোনেশন নিতে পারতো। এটাকে ৫০ লাখ করা হয়েছে উভয় ক্ষেত্রেই। তবে শর্ত দেওয়া হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এ ট্রানজেকশনটা হতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তির ট্যাক্স রিটার্নে এটা দেখাতে হবে।
এক প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, যে সব কর্মকর্তারা নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত থাকেন- বিশেষ করে পুলিশ এবং প্রশাসনের যাদের বদলি করা হয় তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচন অনুষ্ঠানের ১৫ দিন পর পর্যন্ত, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার সাপেক্ষে এ বদলি করতে হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট রেঞ্জের ডিআইজিদের অন্তর্ভুক্তি ছিল না, এখন সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী এনে বিধান যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
ইইউডি/আরআইএস