ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঘাটাইলে স্থগিত ইউপি নির্বাচনের ভোট ১৫ মে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মে ৮, ২০১৮
ঘাটাইলে স্থগিত ইউপি নির্বাচনের ভোট ১৫ মে

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিত গুপ্তবৃন্দাবন কেন্দ্রের ভোটগ্রহণ আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহম্মেদ খানের স্বাক্ষরিত চিঠিতে স্থগিত ওই কেন্দ্রের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে পুনরায় ভোট গ্রহণের কথা জানান।

মঙ্গলবার (৮ মে) জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।


 
গত ২৯ মার্চ ঘাটাইল উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগের রাতে সাগরদিঘী ইউনিয়নের গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইকে কেন্দ্র সহিংসতায় পুলিশের গুলিতে এক যুবক নিহত হয়।  

এ ঘটনার পরিপেক্ষিতে নির্বাচন কমিশন ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত করে দেয়। এ কারণে সাগরদিঘী ইউনিয়নের চেয়ারম্যানের ফলাফলও স্থগিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ০৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।