ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

মৌলভীবাজারের ৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
মৌলভীবাজারের ৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ছবি-বাংলানিউজ

মৌলভীবাজার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মৌলভীবাজারের চারটি আসনের ২৮ প্রার্থীর মধ্যে জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

রোববার (২ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলার চারটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই শুরু হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তোফায়েল ইসলাম মনোনয়ন যাচাই কার্যক্রম পরিচালনা করেন।

চার আসনের মধ্যে মৌলভীবাজার-০১ (বড়লেখা-জুড়ি) আসনের ছয় প্রার্থীর মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করায় বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়। সমর্থকের স্বাক্ষর জাল করার দায়ে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়।  

মৌলভীবাজার-০২ (কুলাউড়া) আসনের মোট আট প্রার্থীর মধ্যে ঋণ খেলাপির জন্য স্বতন্ত্র প্রার্থী মহিবুল কাদির চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয়।

মৌলভীবাজার-০৩ (সদর-রাজনগর) আসনের নয় প্রার্থীর মধ্যে মামলার তথ্য গোপন করার অভিযোগে বিএনএফএ মনোনীত আশা বিশ্বাস ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার দায়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুসাব্বিরের মনোনয়ন বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।