ঢাকা, বুধবার, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ জুন ২০২৪, ২৭ জিলকদ ১৪৪৫

নির্বাচন ও ইসি

ওয়ার্কার্স পার্টির পোস্টারে প্রধানমন্ত্রী, ইসিতে নালিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
ওয়ার্কার্স পার্টির পোস্টারে প্রধানমন্ত্রী, ইসিতে নালিশ

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মোস্তফা লুৎফুল্লাহ তার নির্বাচনী পোস্টারে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করছেন। যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দাখিল করেছেন একই আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ দিদার বখত।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার কাছে ২০ ডিসেম্বর স্বাক্ষরিত এ লিখিত অভিযোগ জমা দেন তিনি।

লিখিত অভিযোগে সৈয়দ দিদার বখত বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে সাতক্ষীরা-১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তফা লুৎফুল্লাহ তার নির্বাচনী পোস্টারে নিজের দল ওয়ার্কার্স পাটি প্রধান রাশেদ খান মেননের ছবি ব্যবহার না করে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করছেন।

যা আচরণবিধির ৭ এর ২ উপবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই ছবি ব্যবহার করে দেশের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে এং সঙ্গে সঙ্গে তার (প্রধানমন্ত্রী) সুনামকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত ও ব্ল্যাকমেইল করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার অপচেষ্টা বলে আমাদের বিশ্বাস।  

অভিযোগে দিদার বখত আরও বলেন, আচরণবিধি লঙ্ঘন এবং জনগণকে বিভ্রান্ত করে ব্যক্তি সুবিধা অর্জনের এই অপচেষ্টা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করে যথাযথা বিচার এবং তাকে মহান সংসদ সদস্য হওয়ার অযোগ্যতা ঘোষণা-পূর্বক নির্বাচন কমিশন একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমাদের বিশ্বাস।

গত বুধবার (১৯ ডিসেম্বর) নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি নির্বাচনি প্রচারণার পোস্টারে ব্যবহার করতে পারবে না বলে জানিয়ে দেয় নির্বাচন কমিশন।  

এর আগে শরিক দলের প্রার্থীরা ধানের শীষ প্রতীকে অংশ নিলে প্রচার কাজে বিএনপি প্রধান খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারার সিদ্ধান্ত চেয়ে দলটি কমিশনকে চিঠি দেয়। ওই চিঠির প্রেক্ষিতে নিবন্ধিত দলগুলোকে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়  নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।  

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
ইইউডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।