ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নৌকারই জয় হবে: জয় 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
নৌকারই জয় হবে: জয়  সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজেদ জয়। ছবি: সংগৃহীত

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোটে নৌকাকে জয়ী করবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

তিনি বলেছেন, আশা করি দেশের মানুষ নৌকায় ভোট দেবে। নৌকাকে বিজয়ী করবে।

নৌকার জয়ের ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী।

রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে রোববার (৩০ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন।  

ভোট দিচ্ছেন সজীব ওয়াজেদ জয়।  ছবি: সংগৃহীত সহিংসতার বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সতর্ক থাকুন। ’ 

‘গত কয়েকমাস ধরে নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি-জামায়াত উঠে পড়ে লেগেছে। তারা দেশে-বিদেশে লবিস্ট নিয়োগ করেছে। তারা সন্ত্রাস করছে। আর এর দায় চাপাচ্ছে আওয়ামী লীগের ওপর। ’

জয় বলেন, তারা (বিএনপি-জামায়াত) সন্ত্রাস করলে পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে না। তা তো নয়।  

দেশবাসীদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, যুদ্ধাপরাধীদের ভোট দেবেন না। বিশেষ করে তরুণদের বলবো, যারা যুদ্ধাপরাধী ও এর দোসরদের আশ্রয় দেয় তাদের ভোট দেবেন না।  

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জয় বলেন, মানুষ যাদের ভোট দেবে। তারাই ক্ষমতায় আসবে।  

‘আজকের পর থেকে বিএনপি-জামায়াত আর সন্ত্রাস করতে পারবে না,’ বলেও মনে করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এমইউএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।