ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

৮ অথবা ৯ মার্চ থেকে উপজেলা নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
৮ অথবা ৯ মার্চ থেকে উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচন

ঢাকা: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে আগামী ৮ অথবা ৯ মার্চ। এজন্য ৩ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে মঙ্গলবার (২২ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, ৩ ফেব্রুয়ারি কমিশন বৈঠক করে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

তবে আজকের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ অথবা ৯ মার্চ। আর দ্বিতীয় থেকে পরবর্তী ধাপের ভোটগ্রহণ হবে ঈদের পর। সাতদিন পরপর এসব ধাপের ভোটগ্রহণ করা হবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা মার্চে উপজেলা পরিষদ নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন।

দেশের ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮০টির ভোট হবে পাঁচ ধাপে। অবশিষ্টগুলোর মেয়াদপূর্ণ হওয়া সাপেক্ষে ভোটগ্রহণ করবে ইসি।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
ইইউডি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।