ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান গোদাগাড়ীর মিলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান গোদাগাড়ীর মিলি

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী সুফিয়া খাতুন মিলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গোদাগাড়ীতে এ পদে নির্বাচন করতে সোমবার (১১ ফেব্রুয়ারি) শুধু মিলি মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম।

এ সময় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মিলিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নারীনেত্রী মিলি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। এরও আগে তিনি গোদাগাড়ী পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তার বাড়ি পৌর এলাকার সারেংপুর-কাচারিপাড়া মহল্লায়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।