বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ প্রধানমন্ত্রীকে একটি চিঠিতে এ আবেদন জানায়। এরপর আরেকটি চিঠিতে একই দাবি নির্বাচন কমিশনেও (ইসি) জানানো হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গৌরাঙ্গ দে ও ঢাকা মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার সহদেব বৈদ্য স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘গণতন্ত্রের মানসকন্যা, অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক, আমাদের আশা ভরসার আশ্রয়স্থল, বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা, টানা তিন বার নির্বাচিত প্রধানমন্ত্রী আপনাকে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
‘আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশে প্রতিটি নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠানের মাধ্যমে করে দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছেন। যা থেকে আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করি। ’
চিঠিতে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট। ইতোমধ্যে এ অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কিন্তু ওইদিন সনাতনী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমবেত হই এ উৎসবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব, পাড়া, মহল্লায় বিভিন্ন স্থানে পূজা অনুষ্ঠত হওয়ার কারণে ভোটে অনেকেই অংশগ্রহণ করতে পারবে না। তাই ওইদিনের পরিবর্তে অন্যদিন নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সনাতনী সম্প্রদায়ের বৃহত্তর একটি অংশকে ভোট প্রয়োগ করার সুযোগ দেওয়ার আবেদন জানাচ্ছি।
এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশে প্রতিটি নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠানের মাধ্যমে করে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছেন। যা থেকে আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করি।
নিয়ম অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট। ইতোমধ্যে এ অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কিন্তু ওইদিন সনাতনী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমবেত হই এ উৎসবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব, পাড়া, মহল্লায় বিভিন্ন স্থানে পূজা অনুষ্ঠত হওয়ার কারণে ভোটে অনেকেই অংশগ্রহণ করতে পারবে না। তাই ওইদিনের পরিবর্তে অন্যদিন নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সনাতনী সম্প্রদায়ের বৃহত্তর একটি অংশকে ভোট প্রয়োগ করার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।
ইসি সচিব মো. আলমগীরের কাছে চিঠি জমা দেওয়ার পর গৌরাঙ্গ দে বাংলানিউজকে বলেন, আমরা নির্বাচন পেছানোর দাবির চিঠি প্রধানমন্ত্রী বরাবর দিয়েছি। তারপর ইসি সচিবকেও চিঠি দিয়ে এসেছি। তিনি আমাদের বলেছেন, নির্বাচন পেছানোর জন্য আদালতে একটি রিট আবেদন হয়েছে। আদালত কী সিদ্ধান্ত দেন, তা দেখে কমিশন সিদ্ধান্ত নেবে।
আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি ভোট সম্পন্ন করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
ইইউডি/টিএ