ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

গোয়ালন্দে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
গোয়ালন্দে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী মোস্তফা মুন্সি

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মোস্তফা মুন্সি (নৌকা) প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচনে মো. মোস্তফা মুন্সি ২৩ হাজার ৩৬০ ভোট পেয়ে জয়লাভ করেছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আরিফুজ্জামান (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৬০৬ ভোট।

উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত।

এ সময় জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের মৃত্যুতে উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়। উপজেলায় মোট ভোটার ৯১ হাজার ৪৪০ জন। এরমধ্যে পুরুষ ৪৬ হাজার ৮৫ জন ও নারী ভোটর ৪৫ হাজার ৩৫৫ জন এবং ভোটকেন্দ্র ৩৫টি।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।