ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

ধুনটে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
ধুনটে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয় এ জি এম বাদশাহ

বগুড়া: বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ জি এম বাদশাহ জগ প্রতীক নিয়ে তিন হাজার ৯০২ ভোট পেয়ে তৃতীয়বারের মতো মেয়র পদে বিজয়ী হয়েছেন।  

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৯৩২ ভোট।

এছাড়া বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলিমুদ্দিন হারুন মণ্ডল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ২২৩ ভোট।

শনিবার (৩০ জানুয়ারি) তৃতীয় ধাপে অনুষ্ঠিত হওয়া ধুনট পৌর নির্বাচনে নয়টি কেন্দ্রের সবগুলো ঝুঁকিপূর্ণ হলেও শেষ পর্যন্ত কোনো অঘটন ছাড়াই ৩১টি বুথে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়।

ধুনট পৌর এলাকায় মোট ভোটার ১১ হাজার ৭১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ হাজার ৬৩৭ জন ও নারী ভোটার ছয় হাজার ৭৬ জন।

ভোটাররা ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দেন। ভোটগ্রহণের দায়িত্বে ছিলেন ৯৩ জন কর্মকর্তা। এর মধ্যে প্রিজাইডিং অফিসার নয়জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩১ জন ও ৬২ জন পোলিং অফিসার ছিলেন। নির্বাচনে মেয়র পদে চারজন, কাউন্সিলর ৩৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।  

ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোকাদ্দেছ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারি ফলাফলে এ জি এম বাদশাহ মেয়র নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।