ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

৫১ শতাংশ সমর্থন পেয়ে মুন্সিগঞ্জে পুনরায় মেয়র হলেন বিপ্লব 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
৫১ শতাংশ সমর্থন পেয়ে মুন্সিগঞ্জে পুনরায় মেয়র হলেন বিপ্লব 

মুন্সিগঞ্জ: শনিবার অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচন। এতে মোট ভোটার ৫৩ হাজার ৩৭৪ জন।

এর মধ্যে ভোট দিয়েছেন ৩১ হাজার ৮৫২ জন। ভোটের হার প্রায় ৬০ শতাংশ। ৪০.৩২ শতাংশ ভোটার ভোটকেন্দ্রে যাননি।  

আওয়ামীলীগের প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ২৭ হাজার ২৭৬ ভোট পেয়েছেন। অর্থাৎ তিনি মোট ভোটারের ৫১ দশমিক ১ শতাংশের সমর্থন পেয়ে মেয়র হয়েছেন। অবশ্য তিনি প্রদত্ত ভোটের ৮৫ দশমিক ৬৩ শতাংশ পেয়েছেন।

এ পৌরসভার টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। প্রাথমিক বেসরকারি ফলাফলে তিনি নির্বাচিত হওয়ার খবর নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার আরিফুল হক।  

শনিবার(৩০ জানুয়ারি) রাতে মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার আরিফুল হক ভোটের ফলাফল ঘোষণা করেন।

এদিকে, বেসরকারি ভাবে নির্বাচিত প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৬০৪ ভোট।  


বাংলাদেশ সময়: ০৪২৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।