ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

রহনপুর পৌর নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথীর জয় 

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
রহনপুর পৌর নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথীর জয় 

চাপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান খান বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রার্থীর চেয়ে ৫৭২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।

 

শনিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত  মোট ১১ টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে।  গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসার সিরাজুল ইসলাম এ ফলাফল নিশ্চিত করেন।  

গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়; আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস (নৌকা) পেয়েছেন ৭০৬২, বিএনপি মনোনীত প্রার্থী তারিক আহমদ (ধানের শীষ) পেয়েছেন ২৮৮০ ও বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী জোহনা খাতুন (ডাব) পেয়েছেন ১৮৯ ভোট।  

বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
আরকেআর/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।