ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

নির্বাচন ও ইসি

রাণীশংকৈল পৌরসভার মেয়র নৌকার মোস্তাফিজুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
রাণীশংকৈল পৌরসভার মেয়র নৌকার মোস্তাফিজুর মোস্তাফিজুর রহমান

ঠাকুরগাঁও: ২ হাজার ৯৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ (নৌকা প্রতীক) প্রার্থী মোস্তাফিজুর রহমান।  

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসাইন পেয়েছেন ২ হাজার ৩৬৯ ভোট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাণীশংকৈল উপজেলা নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকাল ৮টা থেকে রাণীশংকৈল পৌরসভার ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

ব্যালটের মাধ্যমে ভোট দিতে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে।  

রাণীশংকৈল পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৫২০ জন। এখানে মেয়র পদে ১২ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।