ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন ও ইসি

শিবচরের ১৩ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুন ২১, ২০২১
শিবচরের ১৩ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরের শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সোমবার (২১ জুন) সকাল ৮টার দিকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

দুপুর ১টা পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো খবর পাওয়া যায়নি। আর ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।  

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে ১২টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করলেও শুধুমাত্র কাদিরপুর ইউপির নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৬ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ, আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্ট্রাইকিং ফোর্স আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে।  

নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৭৩ জন, মেম্বার প্রার্থী ৪১০ জন, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ২৫৫ জন, পুরুষ ভোটার ৮৯ হাজার ৪০০ জন, মহিলা ভোটার ৮১ হাজার ৮৫৫ জন। মোট ভোট কেন্দ্র ১১৭টি, ভোটকক্ষ ৪৮৭টি।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, আনসার, র‍্যাবসহ পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী মোতায়েন রয়েছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।