ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

১টি ভোটও পাননি ৬ প্রার্থী, জামানত হারাচ্ছেন ২০ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
১টি ভোটও পাননি ৬ প্রার্থী, জামানত হারাচ্ছেন ২০ জন

মেহেরপুর: নির্বাচনী আইন অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে বাজেয়াপ্ত হবে প্রার্থীদের জামানতের টাকা।  

গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে ২০ জন সদস্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে।

এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৮ জন প্রার্থী।

তাদের মধ্যে ৯ জন জয়লাভ করে জামানত ফিরে পাচ্ছেন। বাকি প্রার্থীরা হারাচ্ছেন জামানতের টাকা।

নির্বাচনী আইন অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেলে প্রার্থী পরাজিত হলেও জামানত ফেরত পাবেন।
এর নিচে ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সে ক্ষেত্রে মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়নের ৩৮ জন প্রার্থীর মধ্যে ২০ জন সদস্য প্রার্থী প্রদত্ত ভোটের ৮ ভাগের নিচে ভোট পেয়েছেন।

১ নম্বর ওয়ার্ডে মফিজুল ইসলাম তালা প্রতীক নিয়ে কোনো ভোট পাননি, আল মঞ্জুর ফুটবল প্রতীকে পেয়েছেন ১২ ভোট।  

২ নম্বর ওয়ার্ডে আছেদ আলি ফুটবল প্রতীকে ২৪৩ ভোট, সেলিম রেজা ঘুড়ি প্রতীকে ১২২ ভোট, ৩ নম্বর ওয়ার্ডে হুসাইন মোরগ প্রতীকে ৯৬ ভোট, ৪ নম্বর ওয়ার্ডে এমদাদুল হক তালা প্রতীকে ৪১৬ ভোট, এম শাহজাহান টিউবওয়েল প্রতীক ৩৩১ ভোট, সোহেল রানা ভ্যান গাড়ি প্রতীকে ৬৭ ভোট ও আহসান হাবিব ৬৯০ ভোট পেয়েছেন।
৫ নম্বর ওয়ার্ডে মহিদুল ইসলাম মোরগ প্রতীকে ৫৪৬ ভোট, ৬ নম্বর ওয়ার্ডে জহিরুল ইসলাম মোরগ প্রতীক নিয়ে কোনো ভোট পাননি, মিনারুল ইসলাম হাতপাখায় কোন ভোট পাননি, ৭ নম্বর ওয়ার্ডে আবুল হায়াত ফুটবল প্রতীকে ৩৯২ ভোট, জাহাঙ্গীর আলম টিউবওয়েল প্রতীকে কোনো ভোট পাননি, মফিজুল ইসলাম তালা প্রতীকের কোনো ভোট পাননি, মোশারফ হোসেন মোরগ প্রতীক নিয়ে ২৮ ভোট, ৮ নম্বর ওয়ার্ডে মুনসুর আলী ফুটবল প্রতীকে ৫৬৩ ভোট, ৯ নম্বর ওয়ার্ডে জাকিরুল ইসলাম বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ১৪ ভোট, রুস্তম আলী ফুটবল প্রতীক নিয়ে ৮২ ভোট এবং সাজ্জদ হোসেন মোরগ প্রতীক নিয়ে কোনো ভোট না পেয়ে জামানত হারাচ্ছেন।

মেহেরপুর জেলা নির্বাচন অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।