নারায়ণগঞ্জ: বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে হাতি প্রতীকের লোকজন ও সমর্থকদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে।
রোববার (১৬ জানুয়ারি) দুপুরে হাতি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল এসব অভিযোগ করেন।
তিনি বলেন, বন্দরের সোনাকান্দায় যুবদল নেতা মনোয়ার হোসেন শোখনকে পুলিশ নিয়ে গেছে। হাজীগঞ্জে আইটি স্কুলের সামনে থেকে হাতির ব্যাচ পড়া জামাল ও শাহ আলমকে নিয়ে গেছে পুলিশ। সেখানে নৌকার লোকজন প্রভাব বিস্তার করছে।
এছাড়া সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউজ কেন্দ্রে হাতির এজেন্টকে বের করে দিয়েছে। শহরের মর্গ্যান ও শিশুবাগ স্কুলে হাতির লোকজনদের থাকতে দেওয়া হচ্ছে না। বেশিরভাগ কেন্দ্রে এ সমস্যা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
>>>আরও পড়ুন: নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন হচ্ছে
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমআরপি/এমএমজেড