ঢাকা: অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন যে নির্বাচন কমিশন (ইসি) গঠিত হয়েছে, সেটি অনুসন্ধান কমিটির কাছে প্রস্তাবিত সেই ৩২২ নাম থেকেই এসেছে।
প্রাথমিকভাবে প্রস্তাবিত ওই নামগুলো প্রকাশ করেছিল অনুসন্ধান কমিটি, তবে রাষ্ট্রপতির কাছে যে ১০ জনের নামের সুপারিশ করা হয়েছিল তারা, সে নামগুলো প্রকাশ করা হয়নি।
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নামটি ছিল ৩২২ জনের তালিকার ৪৯ নম্বরে।
নতুন নির্বাচন কমিশনারদের মধ্যে বেগম রাশিদা সুলতানার নামটি ছিল প্রকাশিত ৩২২ জনের তালিকার ২৬১ নম্বরে।
নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খানের নাম তালিকার ২৩৬ নম্বরে।
এছাড়াও নির্বাচন কমিশনার মো. আলমগীর তার নাম ছিল প্রকাশিত তালিকার ক্রমিক ১৫৪ নম্বরে।
অপর নির্বাচন কমিশনার আনিছুর রহমানের নাম ছিল অনুসন্ধান কমিটির প্রকাশিত তালিকায় ১৪৪ নম্বর ক্রমিকে।
ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটি নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে নাম দেওয়ার অনুরোধ করেছিল। ব্যক্তি পর্যায়েও নাম আহ্বান করা হয়। ১৪ ফেব্রুয়ারি ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করে কমিটি।
পর্যালোচনায় দেখা যায়, অনুসন্ধান কমিটির প্রকাশ করা ৩২২ জনের তালিকা থেকেই নতুন নির্বাচন কমিশনের পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের (ইসি) শপথগ্রহণ অনুষ্ঠান হবে রোববার। এদিন বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি।
বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
আরকেআর/আরএ