ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

গোপালগঞ্জ ও মুকসুপুর পৌর নির্বাচনে মেয়র প্রার্থীসহ ১১ জনের প্রার্থিতা প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, মে ২৭, ২০২২
গোপালগঞ্জ ও মুকসুপুর পৌর নির্বাচনে মেয়র প্রার্থীসহ ১১ জনের প্রার্থিতা প্রত্যাহার

গোপালগঞ্জ: গোপালগঞ্জ ও মুকসুপুর পৌরসভা নির্বাচনে একজন মেয়র প্রার্থী ও ১০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে এখন ১০ জন মেয়র প্রার্থী, ৬০ সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২১ জন ভোটের মাঠে আছে।

আর ৮ নং ওয়ার্ডে মো. এবাদুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয়জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
আগামী ১৫ জুন এ দুই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, মে ২৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।