ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সাতকানিয়ার এওচিয়া ইউপি ভোট স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জুন ৫, ২০২২
সাতকানিয়ার এওচিয়া ইউপি ভোট স্থগিত

ঢাকা: চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (০৫ জুন) রিটার্নিং কর্মকর্তাকে ভোটের সব কার্যক্রম স্থগিতের এ নির্দেশনাটি দিয়েছে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশরায় বলা হয়েছে- আগামী ১৫ জুন অনুষ্ঠেয় চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন এওচিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনি তফসিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

এই অবস্থায় ওই সিদ্ধান্ত অনুসারে গণবিজ্ঞপ্তি জারিসহ পদ্ধতিগতভাবে কার্যক্রম নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এখানে একজন চেয়ারম্যানন প্রার্থীর সই জাল করে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার ঘটনা ঘটায় ভোট স্থগিতের সিদ্ধান্ত দিয়েছে ইসি।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুন ০৫, ২০২২
ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।