ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

২৩ ইউপি ভোট: আপিল দায়েরের সময় শেষ রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুলাই ২, ২০২২
২৩ ইউপি ভোট: আপিল দায়েরের সময় শেষ রোববার

ঢাকা: আগামী ২৭ জুলাই অনুষ্ঠেয় ২৩ ইউনিয়ন পরিষদসহ (ইউপি) বিভিন্ন স্থানীয় সরকারের অর্ধশতাধিক পদের নির্বাচনে আপিল দায়েরের শেষ সময় আগামী রোববার (৩ জুলাই)।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেছেন।

তার সিদ্ধান্ত নিয়ে কারো কোনো আপত্তি থাকলে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, আপিল দায়েরের পর তা নিষ্পত্তি করা হবে আগামী ৬ জুলাইয়ের মধ্যে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ৭ জুলাই। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে আগামী ৮ জুলাই।

একই তফসিলে দোহার, পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভা নির্বাচনসহ বিভিন্ন স্থানীয় সরকারের অর্ধশতাধিক পদের নির্বাচনও অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনেও আপিল দায়েরের শেষ সময় আগামী রোববার।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।