ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে জয়-পরাজয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে জয়-পরাজয়

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে এক ভোটের ব্যবধানে দুই প্রার্থী নির্বাচিত হয়েছেন। ৩ এবং ৫ নম্বর সাধারণ সদস্য পদে এ দুই প্রার্থী বিজয়ী হয়েছেন।

ভোট গ্রহণ শেষে সোমবার (১৭ অক্টোবর) রাতে নির্বাচন অফিস থেকে প্রকাশিত প্রার্থীদের প্রাপ্ত ভোটে এ তথ্য জানা গেছে।  

এতে দেখা গেছে, সদর উপজেলার ৩ নম্বর সাধারণ সদস্য পদে বিজয়ী হয়েছেন মো. আলমগীর হোসেন। তালা প্রতীকে তার প্রাপ্ত ভোট ৯৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেলায়েত হোসেন বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট। অটোরিকশা প্রতীকে ৮৩ ভোট পেয়েছেন আরেক প্রার্থী তাফাজ্জল হোসেন।

৫ নম্বর সাধারণ সদস্য পদে কমলনগর উপজেলায় মনিরুল ইসলাম রিপু তালা প্রতীকে ৪৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গিয়াস উদ্দিন মোল্লা টিউবওয়েল প্রতীকে ৪৫ ভোট পেয়েছেন। আরেক প্রার্থী ফয়সাল আহমেদ রতন হাতি প্রতীকে পেয়েছন ২৫ ভোট।  

এছাড়া রায়পুর উপজেলায় এবিএম ইয়াহিয়া বিন জাকারিয়া মামুন, রামগঞ্জে সৈকত মাহমুদ শামছু ও রামগতিতে মেজবাহ উদ্দিন হেলাল সদস্য নির্বাচিত হন। জেলার দুটি সংরক্ষিত ওয়ার্ডে শারমিন জাহান অরিন ও তাহমিনা আক্তার সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনের ভোটার ছিলেন ৮২০ জন। ৫ ওয়ার্ডে সদস্য প্রার্থী ছিলেন ১৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে নারী প্রার্থী ছিলেন ১০ জন।  

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।  

এদিকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগের মেয়াদেও তিনি চেয়ারম্যান ছিলেন।  

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।