ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

রূপগঞ্জে ভোটের মাধ্যমে আ.লীগের প্রার্থী নির্ধারণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
রূপগঞ্জে ভোটের মাধ্যমে আ.লীগের প্রার্থী নির্ধারণ হাসিনা গাজী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন হাসিনা গাজী।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ে দলীয় কাউন্সিলরদের ভোটের মাধ্যমে প্রার্থী হিসেবে নির্বাচিত হন উপজেলা মহিলা লীগের সভানেত্রী হাসিনা গাজী।



তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ কর্মী রমজান হোসেন সাউদ।

প্রার্থী বাছাইয়ের এ নির্বাচনে ভোট দেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া, তারাব পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান।

এদের মধ্যে হাসিনা গাজী পান ৪ ভোট ও রমজান হোসেন সাউদ পান ১ ভোট।

ফলাফলসহ দলীয় প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে বলে বাংলানিউজকে জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা।  

এদিকে, হাসিনা গাজী দলীয় প্রার্থী নির্বাচিত হওয়ায় বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।