ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

চাঁদপুরে আ’লীগ ও বিএনপির মেয়র প্রার্থী চূড়ান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
চাঁদপুরে আ’লীগ ও বিএনপির মেয়র প্রার্থী চূড়ান্ত

চাঁদপুর: চাঁদপুরের পাঁচ পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। পৌরসভাগুলো হচ্ছে: কচুয়া, হাজীগঞ্জ, ছেংগারচর, মতলব দক্ষিণ ও ফরিদগঞ্জ পৌরসভা।



মঙ্গলবার (০১ ডিসেম্বর) দিনগত রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল পাটওয়ারী ও জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক প্রার্থী চূড়ান্তের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

আওয়ামী লীগ থেকে চূড়ান্ত মনোনীত মেয়র প্রার্থীরা হলেন- কচুয়া পৌরসভায় নাজমুল আলম স্বপন, হাজীগঞ্জ পৌরসভায় মাহবুবুল আলম লিপন, মতলব দক্ষিণ পৌরসভায় আল-আমিন ফরাজী, মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় রফিকুল ইসলাম জজ ও ফদিগঞ্জ পৌরসভায় জিল্লুর রহমান।

বিএনপির মেয়র প্রার্থীরা হলেন- কচুয়ায় পৌরসভায় হুমায়ুন কবির প্রধান, হাজীগঞ্জ পৌরসভায় আবদুল মান্নান খান, মতলব দক্ষিণ উপজেলায় এনামুল হক বাদল, মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় সারোয়ারুল আবেদীন ও ফরিদগঞ্জ পৌরসভায় হারুন অর রশিদ।

চাঁদপুরের ৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শাহরাস্তি পৌরসভার নাম নির্বাচন কমিশন থেকে ঘোষণা হয়নি।

তবে জাতীয় পার্টি ও অন্যান্য সংগঠনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।