ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

গাইবান্ধায় আ’লীগ, বিএনপি ও জাপার প্রার্থী চূড়ান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
গাইবান্ধায় আ’লীগ, বিএনপি ও জাপার প্রার্থী চূড়ান্ত

গাইবান্ধা: গাইবান্ধার তিন পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি (জাপা)।

গাইবান্ধা পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন- জেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, গোবিন্দগঞ্জ পৌরসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র আতাউর রহমান সরকার ও সুন্দরগঞ্জ পৌরসভায় সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান মেয়র আবদুল্লাহ আল মামুন।



গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন- শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহিদ, গোবিন্দগঞ্জ পৌরসভায় পৌর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ ও সুন্দরগঞ্জে পৌর বিএনপির উপদেষ্টা আজাদুল করিম প্রামাণিক।

এদিকে, গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে জাতীয় পার্টি (এরশাদ) কোনো প্রার্থী দিবে না বলে বাংলানিউজকে জানিয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ আব্দুর রশিদ সরকার।

এছাড়া গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে জামায়াত থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পলাশবাড়ী আদর্শ কলেজের সহকারী অধ্যাপক এ কে এম ফেরদৌস আলম (ফিরোজ)।

অন্যদিকে, গোবিন্দগঞ্জ পৌরসভায় মেয়র পদে জাতীয় পার্টির (এরশাদ) মনোনয়ন পেয়েছেন- গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন জুয়েল, সুন্দরগঞ্জ পৌরসভায় জাতীয় পার্টির (এরশাদ) মনোনয়ন পেয়েছেন সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি মশিউর রহমান।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে সংশ্লিষ্ট দলগুলো মনোনীত প্রার্থীদের কাছে চিঠি পাঠিয়ে মনোনয়নের বিষয়টি জানিয়েছে।

গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর রহমান মল্লিক বাংলানিউজকে জানান, ৩০ ডিসেম্বর সারাদেশে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। গাইবান্ধা পৌরসভার মোট ৪৬ হাজার ৩৮১ ভোটারের মধ্যে পুরুষ ২২ হাজার ৬৬১ জন ও নারী ভোটার ২৩ হাজার ৭২০ জন। সুন্দরগঞ্জ পৌরসভায় ভোটার সংখ্যা ১২ হাজার ৬২৯ জন জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় হাজার ২৩৯ ও নারী ভোটার তিন হাজার ৩৯০ জন। গোবিন্দগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৬১৮ ও নারী ভোটার ১৪ হাজার ২৬ জন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।