ঢাকা: নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক দুই স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। দাউদকান্দি পৌরসভার ওই প্রার্থী হলেন-নাজমা আক্তার ও তার স্বামী মো. শাহজাহান মিয়া।
রোববার (০৬ ডিসেম্বর) দুপুরে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ তাদের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।
নাজমা আক্তার ও মো. শাহজাহান শুক্রবার (০৪ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের কাছে অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তা ‘উপরের নির্দেশে’ তাদের মনোনয়নপত্র গ্রহণ করেননি। এরপর বোরবার সকালে উচ্চ আদালতে তারা রিট করলে আদালত তাদের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।
আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে দলীয়ভাবে এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
** ‘উপরের নির্দেশে’ মনোনয়নপত্র গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
ইইউডি/ইএস/জেডএস