ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবারো প্রেক্ষাগৃহে আসছে ‘পরাণ’ ও ‘হাওয়া’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
আবারো প্রেক্ষাগৃহে আসছে ‘পরাণ’ ও ‘হাওয়া’!

‘পরাণ’ ও ‘হাওয়া’ নামগুলো সিনেপ্রেমী দর্শকদের অজানা নয়। ২০২২ সালের অন্যতম আলোচিত ও ব্যবসা সফল সিনেমা এই দুটি।

রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ মুক্তি পেয়েছিল গত বছরের ১০ জুলাই। এর ১৯ দিন পর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হাওয়া’। দুটি সিনেমাই মাসের পর মাস ধরে প্রদর্শিত হয়েছে। এবার সিনেমা দুটি একইদিনে মুক্তি পেতে যাচ্ছে।

আগামী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় দেখা যাবে সিনেমা দুটি। এ খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি জানান, মূলত ভাষা দিবস উপলক্ষে দর্শকপ্রিয় দুটি সিনেমা আমরা আবারো প্রদর্শন করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। তকে সিনেমাটি মাত্র একদিন অর্থাৎ ২১ ফেব্রুয়ারিই প্রদর্শীত হবে। এদিন দুটি সিনেমার ১৩টি করে শো প্রদর্শিত হবে।

মেসবাহ উদ্দিন আহমেদ আরো জানান, এছাড়া ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’সহ হলিউডের যে সিনেমাগুলো চলছে, সেগুলোও চলবে।

উল্লেখ্য, ‘পরাণ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। অন্যদিকে ‘হাওয়া’য় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডলসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।