ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে পরিণীতি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, সেপ্টেম্বর ২৩, ২০২৫
অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথমবার প্রকাশ্যে পরিণীতি!

প্রথমবারের মতো মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। গেল আগস্টে স্বামী রাঘব চাড্ডার সঙ্গে উচ্ছ্বাসের সঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন পরিণীতি।

সেই ঘোষণার পর এবার নিজের ইউটিউব চ্যানেলে ফিরলেন নতুন ভিডিও নিয়ে হাজির পরিণীতি চোপড়া। আট মাস আগে নিজের ইউটিউব চ্যানেলে শেষ ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। এবার সেই চ্যানেলেই ফের নতুন ভিডিও নিয়ে এসে অনুরাগীদের চমকে দিলেন তিনি।

ভিডিওতে পরিণীতির বেবিবাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। এই প্রথমবার প্রকাশ্যে এল গর্ভাবস্থায় তার চেহারা।

ভিডিওতে পরিণীতি বলেন, আট মাস আগে আমি এই চ্যানেলটি শুরু করেছিলাম। তখন আমি নিজে সত্যিই জানতাম না যে আমি এই চ্যানেলে কী কি করব। ঠিক কোন ধরনের ভিডিও দর্শককে দেব। সেই চ্যানেলের আট মাস হয়ে গেল। আমি আমার ব্যক্তিগত জীবনের সব কিছু এইরকম প্ল্যাটফর্মে শেয়ার করতে পারব না। রান্নার ভিডিও করতেও পারব না। তবে আমি যে ভিডিও পোস্ট করব তা সবার মনে ধরবে, ভালো লাগবে।

আগস্ট মাসে ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ওপর একটি মিষ্টি পোস্ট করেন অভিনেত্রী। তাতে লেখা ছিল ১+১=৩। সঙ্গে ক্যাপশনে লেখেন, আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না।

এছাড়া দু’জনের একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ওই মিষ্টি পোস্ট দেখে বেশ খুশি হন অনুরাগীরা। শুভেচ্ছার জোয়ারে ভাসান হবু বাবা-মাকে অনুরাগীরা। আপাতত বাবা-মা হিসাবে নতুন দায়িত্ব পালনের প্রস্তুতি তাদের তুঙ্গে।

২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে দ্য লীলা প্যালেসে বিয়ের পিঁড়িতে বসেন পরিণীতি ও রাঘব। জমকালো অথচ ঘরোয়া সেই আয়োজন ঘিরে ছিল বলিউড তারকা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ঘনিষ্ঠ স্বজনরা।

এনএটি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।