ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

বিনোদন

চলতি মাসেই ‘ব্ল্যাকপিঙ্ক’র জিসুর একক অ্যালবাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
চলতি মাসেই ‘ব্ল্যাকপিঙ্ক’র জিসুর একক অ্যালবাম জিসু

দক্ষিণ কোরিয়ার আলোচিত ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’। বহুভাষী পারফরম্যান্স দিয়ে দেশের সীমানা পেরিয়ে তারা যুক্ত হচ্ছেন নানা দেশের নানা বয়সের ভক্তদের সঙ্গে।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী নারীদের ব্যান্ডও বলা হয়ে থাকে তাদের।

এই দলের জিসু, জেনি, রোজ আর লিসাদের শক্তিশালী ভক্তবাহিনী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। দলগতভাবে অ্যালবাম প্রকাশের পাশাপাশি এককভাবেও অ্যালবাম প্রকাশ করছেন ‘ব্ল্যাকপিঙ্ক’র সদস্যরা। ২০১৮ সালে জেনি, ২০২১ সালে রোজ ও লিসার একক অ্যালবাম প্রকাশ হয়েছে।

এবার একক অ্যালবাম নিয়ে হাজির হতে যাচ্ছেন দলের আরেক সদস্য জিসু। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে অ্যালবামের মুক্তির দিনক্ষণ জানিয়েছে ব্ল্যাকপিঙ্কের এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট।

এজেন্সির বরাতে দ্য কোরিয়া টাইমসের খবর, চলতি মাসের ৩১ তারিখে জিসুর প্রথম একক অ্যালবাম মুক্তি পাবে। অ্যালবামের নাম ‘মি’।

অ্যালবাম সম্পর্কে ধারণা দিতে একটি টিজার ছবি প্রকাশ করা হয়েছে। ঘন সবুজ মাঠের ওপর লাল কাপড়ের টুকরা ছড়িয়ে থাকতে দেখা গেছে। ছবির ওপরে লেখা হয়েছে, শিগগিরই আসছেন জিসু।

২০১৬ সালে ‘ব্ল্যাকপিঙ্ক’ নাম লেখানোর আগে বেশ কয়েকটি ড্রামা সিরিজে অভিনয় করেছেন জিসু। তাকে দেখা গেছে মিউজিক ভিডিওতেও।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।