ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

ঈদে নাগরিক টিভিতে ২৮ সিনেমা, ১৬টি নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
ঈদে নাগরিক টিভিতে ২৮ সিনেমা, ১৬টি নাটক

যথারীতি এবারের ঈদে নাগরিক টিভিতে থাকবে তারকাসমৃদ্ধ, ব্যয়বহুল ও জমজমাট সব সিনেমা। আকর্ষণীয় গল্পের এসব সিনেমা পরিচালনা করেছেন স্বনামধন্য নির্মাতারা।

গত কয়েক বছরের সফল সিনেমাগুলোর প্রদর্শনী হবে নাগরিক টিভিতে। দর্শকদের জন্য ভিন্ন ভিন্ন স্বাদের ২৮টি সিনেমা প্রচার হবে ঈদের সাতদিন জুড়ে। এই আয়োজনে প্রতিদিন ৪টি করে সিনেমা দর্শকরা উপভোগ করবেন।

ঈদের দিন সকাল ৮টায় প্রচার হবে ‘বিয়ে বাড়ি’। এতে অভিনয় করেছেন শাকিব খান ও রোমানা। সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ‘স্বামীর সংসার’। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘মাই নেম ইজ খান’। এতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। বিকাল ৫টায় প্রচার হবে ‘দুই পৃথীবি’। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও অহনা।

ঈদের দ্বিতীয় দিন সকাল ৮টায় প্রচার হবে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও রোমানা। ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ‘তোমাকে বউ বানাবো’। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান-শাবনূর। দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ঢাকা অ্যাটাক’। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। বিকাল ৫টায় প্রচার হবে ‘লাভার নাম্বার ওয়ান’। এতে অভিনয় করেছেন শাকিব খান-অপু বিশ্বাস।  

ঈদের তৃতীয় দিন সকাল ৮টায় প্রচার হবে ‘ফুল নেব না অশ্রু নেব’। এতে অভিনয় করেছেন শাকিব খান ও শাবনূর। ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ‘সাহেব নামের গোলাম’। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান ও সাহারা। দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ডেয়ারিং লাভার’। এতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। বিকাল ৫টায় প্রচার হবে ‘কিস্তিমাত’। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও আচল আঁখি।  

ঈদের চতুর্থ দিন সকাল ৮টায় প্রচার হবে ‘স্বপ্নের বাসর’। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর ও রিয়াজ। ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ‘যদি বউ সাজোগো’। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’। এতে অভিনয় করেছেন শাকিব খান ও জয়া আহসান। বিকাল ৫টায় প্রচার হবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’। এই সিনেমাতেও দেখা যাবে শাকিব খান ও জয়া আহসানকে।

ঈদের পঞ্চম দিন সকাল ৮টায় প্রচার হবে ‘বর্তমান’। এতে অভিনয় করেছেন মান্না ও মৌসুমী। ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ‘মাস্তানের ওপর মাস্তান’। সিনেমাটিতে অভিনয় করেছেন মান্না ও মৌসুমী। দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘জজ ব্যারিষ্টার পুলিশ কমিশনার’। এতে অভিনয় করেছেন শাকিব খান ও পূর্ণিমা। বিকাল ৫টায় প্রচার হবে ‘সুইট হার্ট’। এই সিনেমায় দেখা যাবে বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিমকে।  

ঈদের ষষ্ঠ দিন সকাল ৮টায় প্রচার হবে ‘টাকার চেয়ে প্রেম বড়’। এতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। সকাল ১১টায় প্রচার হবে ‘বলবো কথা বাসর ঘরে’। এতে অভিনয় করেছেন শাকিব খান-শাবনূর। দুপুর ১টা ৩০ মিনিটে ‘বিগ ব্রাদার’। এতে অভিনয় করেছেন শিপন মিত্র ও মাহিয়া মাহি। বিকাল ৫টায় প্রচার হবে ‘রাজা ৪২০’। এই সিনেমায় দেখা যাবে শাকিব খান ও অপু বিশ্বাসকে।  

ঈদের সপ্তম দিন সকাল ৮টায় প্রচার হবে ‘হৃদয় দোলানো প্রেম’। এতে অভিনয় করেছেন আশিক ও আচল আঁখি। সকাল ১১টায় প্রচার হবে ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’। এতে অভিনয় করেছেন শাকিব খান-অপু বিশ্বাস। দুপুর ১টা ৩০ মিনিটে ‘মা আমার স্বর্গ’। এতে অভিনয় করেছেন শাকিব খান ও পূর্ণিমা। বিকাল ৫টায় প্রচার হবে ‘আমাদেও ছোট সাহেব’। এই সিনেমায় দেখা যাবে শাকিব খান ও সাহারাকে।  

এছাড়া ঈদ আয়োজনে নাগরিকের পর্দায় ১৬টি নাটক উপভোগ করতে পারবেন দর্শক। এরমধ্যে দুইটি ৭ পর্বের ধারাবাহিক এবং ১৪টি একক নাটক দিয়ে সাজানো হয়েছে নাগরিকের এবারের ঈদ উৎসব।  

ঈদের দিন থেকে টানা সাতদিন রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘লাভ ট্রিপ’। নাজমুল রনির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ইমতু রাতিশ, নাদিয়া মীমসহ অনেকে।  

ঈদের দিন থেকে টানা সাতদিন রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘প্যারাডাইস লস্ট’। আদিত্য জনির পরিচালনায় এতে অভিনয় করেছেন মায়মুনা মম, হোসাইন নিরব, শহীদুজ্জামান সেলিম সহ অনেককেই।  

এছাড়া ঈদের দিন থেকে টানা সাতদিন পর্যন্ত ১৪টি বিশেষ নাটকতো থাকছেই। এগুলোর মধ্যে রয়েছে, গুন্ডা ফ্যামিলি, কবিতার চার লাইন, হিসেবি বউ, চুক্কু ড্রাইভার, আশিকী, মাই ডিয়ার হাজবেন্ড, জার্নি বাই লাভ, ফিটিং স্মাইল, আই লাভ ইউ ট্যু, হাসিতে ফাঁসি, বিয়ের মিশন, প্রেমের হাফ সেঞ্চুরী, ব্যাচেলর কাপল ও  ব্রেকফেল নবাব।

এছাড়া নাগরিক ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হবে তারকাদের নিয়ে ‘তারায় তারায়’ নামে একটি বিশেষ আয়োজন। ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত এক ঝাঁক তারকাকে দেখা যাবে এই অনুষ্ঠানে। সাংবাদিক তানভীর তারেকের উপস্থাপনায় পরীমণি-শরীফুল রাজ, অনন্ত-বর্ষা, ফেসদৌস-পূর্ণিমা, মিথিলা-ফারিন, ইমন-স্পর্শিয়া, আঁখি আলমগীর-বিদ্যা সিনহা মিম এবং সজল ও পূজা চেরী তাদের ঈদ আয়োজন নিয়ে কথা বলবেন। কথা বলবেন কাজকর্ম এবং নানা খুঁটি নাটি নিয়েও।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।