ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

গার্ডের ওপর হুমড়ি খেলেন কাজলকন্যা নিসা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
গার্ডের ওপর হুমড়ি খেলেন কাজলকন্যা নিসা

সম্প্রতি ২০ বছর পেরিয়েছেন অজয়-কাজল কন্যা নিসা। তাই তো বেশ আয়োজন করেই জন্মদিন পালন করেছেন তিনি।

বরাবর পার্টি করতে পছন্দ করেন কাজল কন্যা। পরিবারের পাশাপাশি জন্মদিনের সেই পার্টিতে উপস্থিত ছিলেন তার বন্ধুরাও। তবে এবার খবরের শিরোনাম জন্মদিনের পার্টির জন্য হননি তিনি। হয়েছেন অন্য একটি কারণে।

সম্প্রতি তাকে তার বেস্ট ফ্রেন্ড ওরহান অবত্রমানির সঙ্গে একটি রেস্তোরাঁয় ঢুকতে দেখা যায়। গাড়ি থামতেই এক প্রকার সেখান থেকে লাফিয়ে নামতে গিয়ে টাল সামলাতে না পেরে নিরাপত্তাকর্মীর গায়েই হুমড়ি খেলেন কাজল কন্যা। এরপর কোনো মতে নিজেকে সামলে নিয়ে নেন তিনি।

এ দৃশ্য ধরা পড়ে পাপারাজ্জির ক্যামেরায়। প্রকাশ হওয়ার পর এই ভিডিও দেখেই অনেকেই মজা পেয়েছেন। কেউ ব্যঙ্গ করে লেখেন, 'আহা গো, ব্যথা লাগেনি তো?' আরেক ব্যক্তি লেখেন, 'আরে দেখে, সাবধানে চলা ফেরা করুন নিসা। ' আরেকজন তাকে কটাক্ষ করে লেখেন, 'সবসময়ই টাল খাচ্ছেন। '

কারও কারও নজর আটকেছে তার বিশেষ বন্ধুটির ওপর। তাকে উদ্দেশ্য করে একজন লেখেন, 'এটা কে? সবসময় মেয়েদের সঙ্গে থাকে। '

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।