ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

কোটি টাকার অফার ফিরিয়েছেন ‘আশিক বানায়া’র নায়িকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, সেপ্টেম্বর ১৬, ২০২৫
কোটি টাকার অফার ফিরিয়েছেন ‘আশিক বানায়া’র নায়িকা!

কয়েকদিন আগেই কাঁদতে কাঁদতে সামাজিকমাধ্যমে হেনস্থার অভিযোগ তুলে ভিডিও শেয়ার করেন ‘আশিক বানায়া আপনে’ খ্য়াত অভিনেত্রী তনুশ্রী দত্ত। তনুশ্রীর সেই ভিডিও নিয়ে শোরগোল পড়ে যায়।

অনেকেই বলছেন, তনুশ্রীর এই ভিডিও নাকি একেবারেই পাবলিসিটি স্টান্ট। বিগ বসে সুযোগ পাওয়ার জন্যই নাকি এমনটা করেছেন অভিনেত্রী। এতদিন এই বিষয় নিয়ে চুপ ছিলেন অভিনেত্রী। তবে বিগ বস শুরু হতেই মুখ খুললেন তনুশ্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী জানিয়েছেন, বিগবস থেকে নাকি তাকে ১ কোটি ৬৫ লাখ টাকা অফার করা হয়েছে। কিন্তু তিনি না করেছেন।

বলিউডের পর্দা থেকে অনেক দিন আগে থেকেই দূরে রয়েছেন তনুশ্রী। হাতে তার না আছে সিনেমা, না আছে সিরিজ। কোনও ফিল্মি পার্টিতেও দেখা যায় না তনুশ্রীকে। তবে তনুশ্রী বার বার ফিরে আসেন নানা বিতর্কে, সামাজিকমাধ্যম ট্রোলে। আর এবার বিগবসের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী।

তনুশ্রীর কথায়, গত ১১ বছর ধরে বিগবসের ঘরে যাওয়ার জন্য আমাকে অফার দেওয়া হচ্ছে। এক কোটি ৬৫ লাখ টাকাও অফার দিয়েছে তারা। কিন্তু আমি না করেছি। তাদের চিৎকার করে বলেছি, আমি এত সস্তা নই! আমাকে এত সস্তা ভাববেন না! এসব বন্ধ করুন। বিগবসের ঘরে যা ঘটে, তা অনৈতিক। কোনও অনৈতিক কাজে আমি নেই। নিজেকে ছোট করে টাকা রোজগার করতে চাই না।

২০০৫ সালে তনুশ্রী অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘আশিক বানায়া আপনে’ হইচই ফেলে দিয়েছিল বলিউডে। বিশেষ করে এই সিনেমার টাইটেল গানে ইমরান হাশমির সঙ্গে তার সাহসী দৃশ্যায়ণ সে সময় যুবক-যুবতীকে নতুন প্রেমের স্বাদ দিয়েছিল। এরপর ‘চকোলেট’, ‘ভাগাম ভাগ’, ‘রাকীব’, ‘ঢোল’, ‘গুড বয় ব্যাড বয়’, ‘অ্যাপার্টমেন্ট’র মতো সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।