ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

হাউসফুল যাচ্ছে ‘লোকাল’, পরাণের মতো লেগে যেতে পারে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
হাউসফুল যাচ্ছে ‘লোকাল’, পরাণের মতো লেগে যেতে পারে!

ঈদের সিনেমার তালিকায় রয়েছে সাইফ চন্দন পরিচালিত 'লোকাল'। ৮ সিনেমার দৌড়ে 'লোকাল' হল পেয়েছে ১১টি।

তবে মুক্তির আগে ট্রেলার দেখে সিনেমাটির প্রতি আগ্রহ  দেখায় দর্শক ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সেই আগ্রহের ফল মিলল মুক্তির পরও।  

ঈদের দিন থেকেই স্টার সিনেপ্লেক্সে সিনেপ্লেক্সে ভালো দর্শক পাচ্ছে বলে জানালেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ।

তিনি বললেন, ‘লিডার’ আর ‘কিল হিম’ তো বড় বাজেটের সিনেমা, এই দুটি কথা আলাদা। এর বাইরে ‘লোকাল’-এর দর্শক আগ্রহে আমরা মুগ্ধ। সিনেমাটি প্রপার প্রচারণা করতে পারলে পরাণের মতো হিট হওয়ার সুযোগ ছিল। তারপরও বলা যায় না যে আগ্রহ দেখছি আগামী সপ্তাহ থেকে লোকাল পরাণের মতো লেগে যেতে পারে।

মেসবাহ জানান, ঈদের দিন অলমোস্ট হাউজফুল গেলেও দ্বিতীয় এবং তৃতীয় দিন পুরোপুরি হাউজফুল গেল সিনেমাটি। নির্দিষ্ট সময়ের আগেই লোকালে টিকিট শেষ হয়ে যায়। আমরা আশা করি আগামী সপ্তাহে আরো ভালো যাবে।

পলিটিক্যাল থ্রিলার ঘরানার গল্পে নির্মাতা সাইফ চন্দন নির্মাণ করেছেন সিনেমা ‘লোকাল’। এতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও শবনম বুবলী।  

ক্লিওপেট্রা ফিল্মস প্রয়োজিত সিনেমাটির গল্প ও চিত্রনাট্যে করেছেন ফেরারী ফরহাদ। ‘লোকাল’ সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এনএটি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।