ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

৫২ বছরের মালাইকার সঙ্গে ‘হালে পানি’ পেলেন না ২৯-এর রাশমিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, অক্টোবর ১৪, ২০২৫
৫২ বছরের মালাইকার সঙ্গে ‘হালে পানি’ পেলেন না ২৯-এর রাশমিকা! রাশমিকা মান্দানা ও মালাইকা আরোরা

মালাইকা আরোরা, বলিউডের চিরন্তন ‘মুন্নী’। নাম কিংবা ‘বদনাম’ হওয়ার ভয় কোনওদিনই তার নেই।

তাই তো ব্যক্তিগত জীবনের বিতর্ক তাকে ভাবায় না। ৫২ বছর বয়সী এই ফিট নায়িকা আরও একবার আইটেম গানে নেচে তাক লাগালেন।

থাম্মার মিউজিক অ্যালবামের সর্বশেষ গান ‘পয়জন বেবি’ সামনে এসেছে। আর সেই গানে মালাইকা আরোরার নাচে মুগ্ধ সবাই। একটি ক্লাবের প্রেক্ষাপটে সাজানো গানের ভিডিওতে মালাইকার নাচের সামনে যেন হালে পানি পাননি এই সময়ের অভিনেত্রী রাশমিকা মান্দানা।

গানের ভিডিওতে দেখা যায়, অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে একটি নাইট ক্লাবে প্রবেশ করেন রাশমিকা, আর সেইখানেই রাতপার্টির আকর্ষণ মালাইকা।

ঘটনাক্রমে রাশমিকাকে মালাইকার সঙ্গে ডান্স ফ্লোরে যোগ দিতে দেখা যায়। তবে ত্রিশের কোঠার রাশমিকা পুরোপুরি ফিকে মালাইকার সামনে।

গানটির প্রতিক্রিয়ায় এক ভক্তের মন্তব্য, ‘রাশমিকা এবং মালাইকার নাচ ফাটাফাটি, তবে মালাইকা এগিয়ে রয়েছেন’। অনেকে ভিডিওতে পরিচালক অমর কৌশিকের ক্যামিও দেখে লেখেন, ‘আমি অমর কৌশিককে দেখতে পাচ্ছি! সিনেমাতেও ভেদিয়াকে দেখার জন্য আমি অপেক্ষা করতে পারছি না!’

উল্লেখ্য, জেসমিন স্যান্ডলাস, শচীন-জিগর এবং দিব্যা কুমারের গাওয়া ‘পয়জন বেবি’ এখন সুপার ভাইরাল। গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।