ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

বিনোদন

ন্যানসির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
ন্যানসির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি নাজমুন মুনিরা ন্যানসি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। ‘প্রজাপ্রতি’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলে নেন তিনি।

কিন্তু সম্প্রতি তার বাসা থেকে সেই অ্যাওয়ার্ড চুরি হয়েছে বলে জানান।

ইতোমধ্যে গুলশান থানায় এ বিষয়ে অভিযোগও করেছেন এ কণ্ঠশিল্পী।

ন্যানসি বলেন, ‘ঈদের কয়েকদিন আগেই বাসায় সব কিছু গোছাতে গিয়ে দেখতে পাই আমার অ্যাওয়ার্ড ও কিছু জুয়েলারি নেই। কে বা কারা আলমারি থেকে এটি নিয়ে গেছে। ঈদের কিছুদিন আগেই আমার বাসার তাহমিনা নামের কাজের মহিলাটি একটা অজুহাত দিয়ে চলে যায়। কিন্তু আমার বাসায় মিনা নামের আরো একটি মেয়ে আছে আমার ছোট মেয়েকে দেখার জন্য। যে মহিলাটি চলে গেছে সে আর মিনা দুজনেই বোন। গুলশান থানার পুলিশকে বিষয়টি জানানোর পর তারা মিনার কাছ থেকে জানতে পারে তার বোন এই চুরি করেছে।

তিনি আরো বলেন, পরে তাহমিনা ও তার স্বামীকে পুলিশ বিভিন্নভাবে জিজ্ঞাসা করে। কিন্তু তারা এখনো এটি নিয়ে তালবাহানা করছে।

এ বিষয়ে গুলশান থানা এসআই অনিন্দ বলেন, আমাদেরকেও চুরি হওয়ার বিষয়টি জানানো হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।