ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

অনন্যার ব্যাগের দাম সাড়ে ৬ লাখ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মে ১১, ২০২৩
অনন্যার ব্যাগের দাম সাড়ে ৬ লাখ! অনন্যা পাণ্ডে

পোশাক থেকে সাজসরঞ্জাম, বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের সবকিছুই দর্শকের নজর কাড়ে। কয়েক দিন আগে ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী।

তবে পোশাকের চেয়ে নেটিজেনদের নজর কেড়েছে তার হাতে থাকা ছোট্ট ব্যাগটি।

ছবিতে দেখা যায়, পিংক কালারের ব্লেজার পরে আছেন অনন্যা, হাতে রয়েছে সোনালি রঙের ছোট্ট একটি ব্যাগ।

এর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘জীবন প্লাস্টিক, এটি দুর্দান্ত। ’ এসবই ঠিক ছিল। কিন্তু ব্যাগটির দাম প্রকাশ্যে আসার পর জোর চর্চায় পরিণত হয়েছে।

বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিলাসবহুল ব্র্যান্ড জুডিথ লেইবার ব্যাগটি তৈরি করেছে। ব্যাগটি তৈরিতে স্বর্ণ ব্যবহার করা হয়েছে। বর্তমানে এ ব্যাগের দাম ৫ হাজার ৯৯৫ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৪৯ হাজার টাকার বেশি।

অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের বলিউডে অভিষেক হয় ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে। তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাইগার’। এতে তার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবরকোন্ডা।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মে ১১, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।