ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

মিঠুন চক্রবর্তীর মা মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
মিঠুন চক্রবর্তীর মা মারা গেছেন মিঠুন চক্রবর্তী

তিন বছর আগে বাবাকে হারান ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবার মাকে হারালেন তিনি।

শুক্রবার (০৭ জুলাই) মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতার মা শান্তিরানি চক্রবর্তী।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকে বিষয়টি নিশ্চিত করে মিঠুনের কনিষ্ঠ পুত্র নমশি চক্রবর্তী। তিনি বলেন, খবরটা সত্যি। ঠাকুমা আর আমাদের মধ্যে নেই।

অভিনেতার মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তার পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।

এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ। কয়েকদিন আগেই ‘ডিবিডি’র সেটে বাবার মৃত্যুর স্মৃতিচারণা করতে শোনা যায়। এর দিন কয়েকের মধ্যেই মাকে হারালেন অভিনেতা।

বাংলাদেশ সময়:  ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।