ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

তৃতীয় সন্তানের মা হলেন রিহানা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, সেপ্টেম্বর ২৫, ২০২৫
তৃতীয় সন্তানের মা হলেন রিহানা

মা হলেন মার্কিন পপ তারকা রিহানা। বুধবার (২৪ সেপ্টেম্বর) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন গায়িকা।

তৃতীয়বার মা হওয়ার খবর তিনি নিজেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সঙ্গী র‍্যাপার এএসএপি রকি ও রিহানার এটি তৃতীয়সন্তান।

সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন পপ গায়িকা। সঙ্গে রয়েছে একজোড়া গোলাপি জুতোর ছবি। বাবার সঙ্গে নাম মিলিয়ে রিহানা কন্যার নাম রেখেছেন রকি আইরিশ মেয়ার্স।

পাঁচ বছর আগে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রিহানা এবং রকি। ২০২২ সালে তাদের প্রথম পুত্র সন্তানের জন্ম হয়। তার পরের বছর আসে দ্বিতীয় সন্তান। সেটিও পুত্র।

চলতি বছর রিহানাকে মেট গালার আসরে শেষবার দেখা গিয়েছিল। তখনই তৃতীয়বার সন্তান আসার খবর প্রকাশ্যে আসে। বুধবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয়বার সন্তানের জন্ম দিলেন রিহানা।  

তার তৃতীয়বার মা হওয়ার খবরে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে রিহানার ইনস্টাগ্রামের কমেন্ট বক্স। এক অনুরাগী লেখেন, অবশেষে কন্যাসন্তান এল। দুই পুত্রের পর কন্যাসন্তানের আগমনে স্বাভাবিক ভাবেই খুশির জোয়ার রিহানা এবং রকির পরিবারে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।