ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

সেন্সর বোর্ডে আটকা পড়ে আছে ‘কাঠগোলাপ’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, নভেম্বর ২১, ২০২৩
সেন্সর বোর্ডে আটকা পড়ে আছে ‘কাঠগোলাপ’

বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আটটি পুরস্কার জিতেছে সাজ্জাদ খান পরিচালিত ‘কাঠগোলাপ’। গেল দুই মাস ধরে দেশের সেন্সর বোর্ডে পড়ে রয়েছে সিনেমাটি।

মিলছে না ছাড়পত্র।

এ বিষয়ে সিনেমার প্রযোজক ফরমান আলী গণমাধ্যমকে জানান, ২১ সেপ্টেম্বর সেন্সর বোর্ডে জমা পড়ে ‘কাঠগোলাপ’। ২৪ সেপ্টেম্বর বোর্ড সিনেমাটি দেখে।

বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু ফোন কলে ফরমান আলীকে জানান, সিনেমাটি সুন্দর হয়েছে, বিনা কর্তনে পাস। দু-এক দিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে।

ফরমান আলী বলেন, ‘বোর্ডের ভাইস চেয়ারম্যান আমাকে জানান, সিনেমাটিতে একটা রোগের বিষয় রয়েছে, এমন রোগ পৃথিবীতে আছে কি না, তা কোনো বিশেষজ্ঞের অভিমত নিয়ে জমা দিতে। এক মাস আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. আলাউদ্দিন খানের বক্তব্য বোর্ডে পেশ করি। তবু ছাড়পত্র পাইনি। ’

এ বিষয়ে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহ. সাইফুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘কিছু কিছু সিনেমার ক্ষেত্রে আমাদের অবজারভেশন থাকে। সেটা শেষ করেই ছাড়পত্র দেওয়া হয়। ’

তবে ‘কাঠগোলাপ’ কবে ছাড়পত্র পাবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি সাইফুল্লাহ।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।