ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

বিনোদন

আবেগ নিয়ে ফিরছেন সিমলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
আবেগ নিয়ে ফিরছেন সিমলা

অনেক দিনের বিরতি শেষে আবারও চলচ্চিত্রে ফিরছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত অভিনেত্রী সিমলা। অনিক রহমান অভির সঙ্গে ‘আবেগ’ চলচ্চিত্রে জুটি বাঁধছেন তিনি।

জানা যায়, ৯ জানুয়ারি থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে সিনেমাটির। এটি পরিচালনা করবেন নির্মাতা রাশেদ বিপ্লব।

নতুন ছবি প্রসঙ্গে সিমলা বলেন, এর মধ্যে পরিচালকের সঙ্গে কথা চূড়ান্ত হয়ে গেছে। পাণ্ডুলিপিতে সামান্য রদবদল করতে বলেছিলাম পরিচালককে, সেটাও তিনি করেছেন বলে শুনেছি। সব ঠিক থাকলে ৯ জানুয়ারি আমি শুটিং করব।

সিমলা বলেন, গল্পটা স্যাড-রোমান্টিক। অনেক দিন হলো এই ধরনের ছবিতে অভিনয় করা হয়নি। দুই ঈদের মাঝামাঝি সময়ে পরিচালক ছবিটি মুক্তি দেবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।