ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

বিনোদন

পাইলট থেকে ‘মিস আমেরিকা’র মুকুট জয় মার্শের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
পাইলট থেকে ‘মিস আমেরিকা’র মুকুট জয় মার্শের ম্যাডিসন মার্শ

মিস আমেরিকা ২০২৪-এর মুকুট জিতে নিলেন ম্যাডিসন মার্শ। বাংলাদেশ সময় সোমবার (১৫ জানুয়ারি) এই খেতাব জিতেন মাত্র ২২ বছর বয়সী এই সুন্দরী।

যিনি পেশায় মার্কিন যুদ্ধবিমানের পাইলট।

পিপলস ম্যাগাজিনের বরাতে জানা যায়, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াসহ আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্বকারী ৫১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মিস আমেরিকা প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছেন ম্যাডিসন মার্শ। অনুষ্ঠানে ম্যাডিসনকে বিজয়ী মুকুট পরিয়ে দেন সাবেক মিস আমেরিকাখ্যাত গ্রেস স্ট্যানকে।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন এলি ব্রেক্স, দ্বিতীয় রানারআপ সিডনি ব্রিজেস, তৃতীয় ম্যালোরি হাডসন ও চতুর্থ হয়েছেন ক্যারোলিন প্যারেন্ট।  

মিস আমেরিকা খেতাব জয়ের পর ম্যডিসনকে নিয়ে মার্কিন বিমান বাহিনী তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লিখেছে, আমাদের বৈমানিক সেকেন্ড লেফটেন্যান্ট ম্যাডিসন মার্শ ওরফে মিস কলোরাডোকে অভিনন্দন। যিনি সদ্যই মিস আমেরিকা-২০২৪ মুকুট জিতেছেন! মার্শই প্রথম সক্রিয়-কর্তব্যরত সেনা সদস্য যিনি এই শিরোপা জিতেছেন।

মার্কিন বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট ম্যাডিসন মার্শ। পাশাপাশি হার্ভার্ড কেনেডি স্কুলের পাবলিক পলিসি প্রোগ্রামের মাস্টার্সের শিক্ষার্থী তিনি। এর আগে প্রথম সক্রিয়-কর্তব্যরত বিমান বাহিনীর কর্মকর্তা হিসেবে মিস কলোরাডো ২০২৩-এ বিজয়ী হয়ে জাতীয় খেতাব পেয়েছিলেন। এ ছাড়া ফ্লোরিডার অরল্যান্ডো সৌন্দর্য প্রতিযোগিতায়ও বিজয়ীর হয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।