ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

বিনোদন

নাট্যাভিনেতা আসলাম শিহির মারা গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
নাট্যাভিনেতা আসলাম শিহির মারা গেছেন

মেহেরপুর: নাট্যাভিনেতা ও আবৃত্তিশিল্পী আসলাম হোসেন শিহির দুরারোগ্য থাইরয়েড ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টা ৫১‌ মি‌নি‌টে ঢাকার বাসায় তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

থাইরয়েড গ্রন্থি ফুলে গিয়ে তীব্র ব্যথা হলে গত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন আসলাম শিহির। সেখানে নানা পরীক্ষা-নিরীক্ষার পরে চিকিৎসকরা তার অপারেশন করার সিদ্ধান্ত নেন। দুর্ভাগ্যবশত অপারেশন সফল হয়নি, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আসলাম শিহির বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।  

তিনি ছাত্রজীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় সদস্য ছিলেন। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুবার সাংস্কৃতিক সম্পাদক হন।  
 
জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে গড়া ‘স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকও ছিলেন আসলাম শিহির। বর্তমানে সংগঠনের সভাপতি সংসদ সদস্য চয়ন ইসলাম এবং সাধারণ সম্পাদক উপস্থাপক আনজাম মাসুদ।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।