ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিনোদন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

কলকাতা: অসুস্থ মিঠুন চক্রবর্তীকে শনিবার (১০ ফেব্রুয়ারি) কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

হাসপাতাল সূত্রে জানা গেছে, মিঠুনের এমআরআই করা হয়েছে।

আপাতত তাকে নজরে রেখেছেন চিকিৎসকরা।

জানা যায়, এদিন সকালেও তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে তিনি একটি সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। এ সময় বুক ব্যথায় বসে পড়েন তিনি। পরে এক মুহূর্ত দেরি না করে সোহমই তাকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে আইসিইউ কেবিনের ১২৮ নম্বর বেডে তাকে রাখা হয়েছে। ইতোমধ্যেই তার চিকিৎসা শুরু হয়েছে, তার চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ চিকিৎসকের টিম গঠন করা হয়েছে। একাধিক পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে। সেই রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।  চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখছেন।

যদিও হাসপাতালের তরফে এখনো কোনো মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
ভিএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।