ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রমজানের প্রথম দিনেই দুঃসংবাদ দিলেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
রমজানের প্রথম দিনেই দুঃসংবাদ দিলেন নুসরাত ফারিয়া

রমজানের প্রথম দিনেই দুঃসংবাদ দিলেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। তার বাবা মাজহারুল ইসলাম ব্রেইনস্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে রাখা হয়েছে। অভিনেত্রী নিজেই ফেসবুকে এ খবর জানিয়েছেন।  

নুসরাত ফারিয়া রমজানের শুভেচ্ছা জানিয়েই বলেন, আমাদের প্রথম রমজান খুব কঠিন ছিল। শেষ রাতে আমার বাবা ব্রেইন স্ট্রোক করেছেন। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে রয়েছেন। প্লিজ, যদি পারেন আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন।

এর আগে গত মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই নায়িকা নিজেও। গত ৮ ফেব্রুয়ারি রাতে হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছিলেন নুসরাত ফারিয়ার মা পারভিন আক্তার।  

সুস্থ হয়ে সম্প্রতি নুসরাত ফারিয়া তুরস্ক ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেছেন মাত্র কদিন হলো। এরইমধ্যে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেন।  

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।