ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

জন্মদিনে ‘জীবন গল্প’ আনলেন ফেরদৌস ওয়াহিদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
জন্মদিনে ‘জীবন গল্প’ আনলেন ফেরদৌস ওয়াহিদ

বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের জন্মদিন মঙ্গলবার (২৬ মার্চ)। বিশেষ এ দিনটিকে সামনে রেখে মুক্তি পেল ‘জীবন গল্প’ শিরোনামের গান।

গানটিতে সুর দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পিজিত মহাজন। শেখ নজরুলের কথায় গানটি এইচএম ভয়েসের ব্যানারে মুক্তি পেয়েছে।
 
‘জীবনটা সকাল বিকেল, জীবনটা সন্ধ্যে-দুপুর/জীবনটা ব্যস্ত ভীষণ, জীবনটা ক্লান্ত নুপুর…’ এমন কথায় গানটি লিখেছেন শেখ নজরুল।

গানটি নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ক্যারিয়ারের অন্য সব গান থেকে আলাদাভাবে করা হয়েছে গানটি। শ্রোতারা নতুনভাবে পাবেন আমাকে। পিজিত আমার খুব স্নেহের, ও এত সুন্দর সুর বেঁধেছে যে না গেয়ে পারলাম না।

পুরো প্রজেক্ট নিয়ে পিজিতের পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে। এ গানে অনেকে নিজের জীবনের গল্প খুঁজে পাবেন। ’

গানটি নিয়ে পিজিত বলেন, আমার এক যুগের স্টেজ ক্যারিয়ারে স্যারের (ফেরদৌস ওয়াহিদ) গান অসংখ্যবার গেয়েছি। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পর প্রথম ইচ্ছা ছিল স্যারের সঙ্গে কাজ করব। তিনি আমার গান, আমার কাজ পছন্দ করেছেন এটা আমার পরম পাওয়া।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।